মৌলভীবাজার প্রতিনিধি :- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩সেপ্টেম্বর  (  বুধবার) সন্ধ্যায় দাসেরবাজার সবজি শেডে বাজার বণিক সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাজার বণিক সমিতির সভাপতি মো.বাহার উদ্দিনের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক সুলেমান আহমদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবড়লেখা  থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধাণ সম্পাদক স্বপন চক্তবর্ত্তী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বড়লেখা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক(এসআই) প্রভাকর রায়, বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা ‘’পদক্ষেপ’’-এর দাসেরবাজার শাখার ব্যবস্থাপক আলতাফ হোসেন, কুয়েত প্রবাসী সুনাম উদ্দিন, প্রমুখ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দাসেরবাজার বিট পুলিশিং কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হজরত আলী, এএসআই এরশাদ মিয়া, ইউপি আওয়ামীলীগ সভাপতি মুছব্বির আলী, ইউপি সদস্য মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা চিত্ত রন্জন দাস,উপজেলা আওয়ামীলীগ নেতা মুমিন আলী,ব্যাবসায়ী নুরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।
ওসি জাহাঙ্গীর হোসেন সরদার তার বক্তব্যে বলেন দাসের বাজার ইউনিয়নকে মাদক মুক্ত রাখতে পুলিশ ও উপজেলা প্রসাশন কাজ করে যাচ্ছে। অক্টোবর মাসেই ইউনিয়ন কে মাদক মুক্ত ঘোষনা করার লক্ষ্যে সর্বাত্বক কার্যক্রম চলছে। বাজার এলাকা মাদক মুক্ত রাখতে ও চুরিসহ অপরাধ প্রবনতা রোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ক্যামেরা স্থাপনের কারণে নিরাপত্তার চাদরে ঢেকে যাবে পুরো এলাকা। ফলে অপরাধ দমনে এটি গুরুত্বূপূর্ণ ভূমিকা পালন করবে।
জানা যায় যে, বাজারে নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সিসি ক্যামেরা স্খাপনের উদ্যোগ নেন বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার। এটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছে  বড়লেখা উপজেলা প্রশাসন,দাসেরবাজার বণিক সমিতিসহ স্থানীয় প্রবাসীরা। বাজারের ৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৬টি সিসি ক্যামেরা বসানো হবে। আগামি এক সপ্তাহের মধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Share.
Exit mobile version