বিশেষ প্রতিবেদক।। পাবনার শহরের শালগাড়িয়ার এস.এম.জি ফুড, কসমেটিকস্ এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় এই যৌথ অভিযান চালানো হয়  বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর।

পাবনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব- ১২ অভিযান পরিচালনায় বিপুল পরিমাণ নকল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানসম্পহীন জুস, উত্তেজক ঔষুধসহ কয়েকটি খাদ্য পণ্য ভেজাল ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে। কারখানা থেকে ক্ষতিকারক কেমিক্যাল এসএস পাউডার ও স্যাকারিন জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম ও র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয় এবং কারখানার মালিক শালগাড়িয়া মহল্লার মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ মাহাবুবুল আলম (৪৫) কে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়।

স্হানীয়রা জানান, অনেকদিন যাবত এই কারখানায় নকল পণ্য উৎপাদন করে আসছিলো।

Share.
Exit mobile version