অনলাইন ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ হাজার ৫৪২ জন। সোমবার এনডিটিভির খবরে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় ৮২ হাজার ১৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ লাখ ১৬ হাজার ৫২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮৯৩ জন।

এদিকে, করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, কেরালা, আসাম ও গুজরাট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

Share.
Exit mobile version