রাঙা প্রভাত অনলাইন ডেস্ক।। অরুণাচল প্রদেশ পুরোপুরিভাবে ভারতের অংশ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সেই বার্তা সাফ জানিয়ে দিল ওয়াশিংটন। এদিন ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা জানায়, অরুণাচল প্রদেশকে নিজেদের সীমান্ত ভুক্ত বলে অন্য কোনও দেশ দাবি করলেও তা যথার্থ নয়।

কার্যত এদিন চীনের নাম না করেই তোপ দাগে মার্কিন যুক্তরাষ্ট্র।

জানিয়ে দেয় অরুণাচল প্রদেশের দাবিদার একমাত্র ভারতই। অন্য যেকোনও দেশ অরুণাচল প্রদেশের দাবি করলেও তা অবৈধ বলে মনে করে আমেরিকা। ভারত-চীন সাম্প্রতিক টানাপোড়েনের মাঝে আমেরিকার এই বিবৃতি নিঃসন্দেহে মনোবল বাড়াল ভারতের ।

অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের দীর্ঘদিনের দাবিতেও সিলমোহর মজবুত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ।

উল্লেখ্য, অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীন বিবাদ প্রায় ছয় দশকের । চীন বারবারই এই সীমান্তকে উত্তপ্ত করার চেষ্টা করে। দখলদারি মনোভাব নিয়ে অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের উসকানি দেওয়ার চেষ্টা সম্পর্কেও আন্তর্জাতিক দুনিয়া অবগত।

বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা জানান, অরুণাচল প্রদেশ ইস্যুতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা। অন্য কোনও দেশ সেখানে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করলেও ভারতের প্রতি পদক্ষেপে আমেরিকার সমর্থন রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, দখলদারি মনোভাব ছেড়ে চীনকে আলোচনার টেবিলে আসতে হবে। তবেই সীমান্ত সমস্যার সমাধান সম্ভব। সামরিক দিক থেকে নয়, কূটনৈতিক দিক থেকেই সমস্যার সমাধান করুক দুই দেশ।

এটাই চায় আমেরিকা।

উল্লেখ্য, কয়েক দিন আগেই জানা যায়, লাদাখে ব্যর্থ হওয়ার পর এবার অরুণাচলের সীমান্তে ঘাঁটি গাড়ছে চীন। অরুণাচল প্রদেশের সীমান্ত সংলগ্ন অন্তত চারটি অবস্থানে সেনা মোতায়েন করেছে বেইজিং। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত তথ্যানুযায়ী, অরুণাচলের আসাফিলা, তুতিং অ্যাক্সিস, চাং জে, ফিশটেল, সেক্টর ২-এর সীমান্তের চীন সেনাবাহিনীর এই অবস্থান দেখা গেছে। ভারতের এলাকা থেকে ২০ কিলোমিটারের মধ্যেই রয়েছে চীনের সেনারা। সূত্র: কলকাতা২৪

Share.
Exit mobile version