রাঙা প্রভাত ডেস্কঃ ভারতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। মোট মৃত্যুর তালিকায় বিশ্বের তৃতীয় স্থানেই রয়েছে ভারত।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এ দেশটিতে কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকার মধ্যেই আজ শনিবার ৩ অক্টোবর সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৬৯ জনের। এ নিয়ে দেশে মোট এক লাখ ৮৭৫ জনের প্রাণহানি হয়েছে।

ভারতের মোট মৃত্যুর এক-তৃতীয়াংশেরও বেশি মহারাষ্ট্রে। সেখানে ইতোমধ্যেই মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪৮০ জনের। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা কর্নাটকেও মৃতের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৫ হাজার ৯০০ জনের। উত্তরপ্রদেশ মৃত্যু ছ’হাজার ছুঁইছুঁই, দিল্লিতে ৫ হাজার ৪৩৮ জন, পশ্চিমবঙ্গে ৫ হাজার ৭০ জন, গুজরাটে ৩ হাজার ৪৭৫ জন, পাঞ্জাবে ৩ হাজার ৫০১ জন ও মধ্যপ্রদেশ ২ হাজার ৩৭২ জন।

করোনায় মোট আক্রান্তের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশে এখনো অবধি আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশটির লোকজন অধিক হারে করোনায় আক্রান্ত হওয়ায় এখানে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।

ভারতে কভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারও শুরু থেকেই আশাব্যঞ্জক। এখন পর্যন্ত দেশে মোট ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮৩.৮৪ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৬২৮ জন। এখন ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯৯৬ জন।

বিশ্বের আক্রান্ত ও মৃতের তালিকায় প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন ও মৃত্যু হয়েছে দুই লাখ ১৩ হাজার ৫২৪ জনের।

অপরদিকে করোনায় আক্রান্তের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৮ লাখ ৮২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশটিকে কভিড রোগে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৩১ জনের। – এএফপি ও আনন্দবাজার পত্রিকা

Share.
Exit mobile version