রাঙা প্রভাত ডেস্ক :- করোনাভাইরাস আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সহানুভূতি জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের মাধ্যমে পাঠানো চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরগ্য কামনা করেন।

চিঠিতে তিনি লেখেন, দুঃখজনকভাবে আপনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং একটি হাসপাতালে আপনার চিকিৎসা শুরু হয়েছে শুনে আমি দুঃখ বোধ করছি।

তিনি চিঠিতে আরও লেখেন, আশা করি আপনি আগামীদিনে আরও শক্তিশালী ও প্রাণবন্ত মনোভাব নিয়ে আপনার অফিসে ফিরে আসবেন এবং করোনাভাইরাস ও এই সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আপনার দেশকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাস এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক উদ্যোগ ও বিস্তৃত কর্মসূচি গ্রহণের জন্য আমি আপনার গতিশীল নেতৃত্ব এবং চরম আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করি।

যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের হুমকি রোধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে রয়েছে। এই অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে আমার চিন্তাভাবনা আপনার এবং আপনার পরিবারের সাথে রয়েছে।

গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে জানান যে, তার এবং স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তার চিকিৎসক এই খবরের সত্যটা নিশ্চিত করেছেন। প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্সও করোনা আক্রান্ত। গত কয়েক দিন ধরে ট্রাম্প যেসব নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তাতে হোপ তার সঙ্গে ছিলেন।

Share.
Exit mobile version