বিশেষ প্রতিবেদক।।সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। সোমবার ৫ অক্টোবর সকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি নামছে বন্যা কবলিত এলাকাগুলো থেকে। আর এই পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে বন্যার ক্ষত চিহ্ন।

বন্যা কবলিত এলাকাবাসী বলছেন. পর পর কয়েক দফা বন্যায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। বসতবাড়িগুলো দীর্ঘদিন বন্যার পানিতে তলিয়ে থাকায় বসবাসের অনুপযোগী হয়ে গেছে।নষ্ট হয়ে গেছে ঘরের টিন, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র।

পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। এখনো অনেক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় নৌকা করে পারাপার হতে হচ্ছে।

অনেকে আবার ত্রাণ সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন। এদিকে পানি কমার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে জেলার চৌহালি ও শাহজাদপুর এলাকায়।

Share.
Exit mobile version