বিশেষ প্রতিনিধি।।রোহিঙ্গা ক্যাম্পে প্রায়শ সংঘর্ষ ঘটে
বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
রোববার সকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, রবিবার সকালের দিকে উখিয়ার কুতুপালংয়ের একটি অতালিকাভুক্ত আশ্রয় শিবিরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা পুরুষের মৃতদেহ পেয়েছে।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
বাংলাদেশে সব মিলিয়ে এগারো লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। তাদের অনেকেই অনিবন্ধিত আশ্রয় শিবিরগুলোয় বসবাস করে।
এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে।