বিনোদন ডেস্কঃ প্রায় ছয় মাস বাড়িতে থাকার পর গত মাসে কাজে ফিরেছেন তাপসী পান্নু। জয়পুরে একটি তামিল ছবির শুটিং শেষ করছেন তিনি। জানালেন সেই অভিজ্ঞতা।

দীর্ঘ বিরতির পর কাজে ফেরা প্রসঙ্গে তাপসী বলেন, ‘শুটিং এ ফিরে ছোটবেলার দিনগুলোর কথা মনে হয়েছে। লম্বা ছুটির পর স্কুল খোলার যেই আনন্দ ছিল, সেই আনন্দ পেয়েছি শুটিং শুরু করে।’

তিনি আরও বলেন, ‘একটু নার্ভাস ছিলাম। পাঁচ মাস ধরে কাজ করিনি। নিজেকে নিয়ে দ্বিধা তৈরি হয়েছিল। ভেবেছিলাম আগের মতো ভালো করতে পারবো না ক্যামেরার সামনে। কোথা থেকে শুরু করবো সেটাও বুঝতে পারছিলাম না, অভিনয়টা যেহেতু অনেক মাস চর্চায় ছিল না। তাই একটু দুশ্চিন্তা ছিল। তবে শেষমেশ সব সুন্দর ভাবে হওয়ায় আমি খুশি।’

অভিনেত্রী বলেন, ‘একটা গ্রামের মাঝখানে শুটিং হয়েছে, ছোট ছোট পাহাড়ে ঘেরা। যেদিন ছুটি থাকতো, আমি পাহাড়ে ঘুরতে যেতাম। খুব ভালো লেগেছে। উপর থেকে দেখলে মন ছুঁয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা প্রাকৃতিক দৃশ্য দেখে কাটিয়েছি।’

তাপসী জানান, স্বাস্থ্যবিধি মেনে এবং সবধরনের সাবধানতা অবলম্বন করে ছবির শুটিং হয়েছে। অল্প সংখ্যক মানুষ নিয়ে কাজ করা, মাস্ক পরা, স্যানিটাইজেশন এর জন্য প্রথম কয়েকদিন শুটিং এ ব্যাঘাত ঘটলেও পরে ঠিক হয়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়া

Share.
Exit mobile version