কন্যা শিশু, স্কুল/কলেজ ছাত্রী, বিশ্ববিদ্যালয় ছাত্রী, গৃহবধূ, প্রতিবন্ধী নারী, এমনকি ৭৫ বছরের বৃদ্ধা নারী  কেউই রেহাই পাচ্ছে না ধর্ষণের কবল থেকে। দেশের কোথাও ধর্ষণের খবরের রেশ কাটতে না কাটতেই গণমাধ্যমের শিরোনাম হচ্ছে নতুন ধর্ষণের খবর।
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নে আমাদের দেশের নারীরা বিশ্বে অভাবনীয় পর্যায়ে এগিয়ে গেলেও পিছিয়ে আছে এইদিক থেকে। নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি প্রতিরোধে ১৮০ দিনের মধ্যে বিচার সম্পন্নসহ দেশে যথেষ্ট ভালো আইন বিদ্যমান রয়েছে। ধর্ষকদের ক্রসফায়ারে দেয়ার দাবিও উঠেছে। তবে বিস্তৃত পরিসরে এর প্রয়োগ আরো বাড়ানো এখন সময়ের দাবি।
লেখকঃ কামরুল হাসান সোহাগ
প্রধান পৃষ্ঠপোষক- সম্ভাবনার কলসকাঠী। 
সহ সম্পাদক- ডেইলি রাঙা প্রভাত।
Share.
Exit mobile version