জেষ্ঠ্য প্রতিবেদক, বাবুগঞ্জ :- ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বিশ্ব শিশু দিবস-২০২০ ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে শিশু অধিকার সপ্তাহের বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম। এসময় বিশ্ব শিশু দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে শিশু দিবসের ওই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিশু একাডেমি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। শিশু একাডেমির প্রশিক্ষক ফাতেমা লিওনির সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার লুনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না, সাংস্কৃতিক সংগঠক সুরভী জাহান নিশি, শিশু শিক্ষার্থী আমেনা রহমান সেতু প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম বলেন, ‘আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। শিশুকে মেধা বিকাশের সুযোগ দিতে হবে। শিশুর মেধা ও মানসিক বিকাশে পরিবারের গুরুত্ব অপরিসীম। শিশু নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’