বিধান ঘোষঃঅপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভুমি গাজনার বিল।
পাবনা জেলার সুজানগর উপজেলার ঐতিহ্য। যে কোনো প্রকৃতি প্রেমি ভ্রমণ পিপাসু মানুষ কে সহজে বিমোহিত করে তোলে এই গাজনার বিলের অপরূপ সৌন্দর্য।

চারিদিকে পানি আর পানি,পানিতে ভাসছে ফুটন্ত শাপলা শালুক,কখনও চোখে পড়ে বুনোহাঁস, পাতি হাঁস, বকসহ নানা রকম পাখপাখালির ঝাক দেখে মনপ্রাণ ভরে ওঠে,অতীত মুছে যায় অন্তত কিছু সময়ের জন্য হলেও।

যেখানে বিস্তৃত বিশাল জলরাশি দেখে যেনো কখনও কখনও সমূদ্র মনে হয়।জলরাশির পাড়ে কিংবা মাঝে সবুজে ঢাকা ছোট ছোট গ্রাম বা বাড়ি -শৈল্পিক সৌন্দর্য একজন অংকন শিল্পীর পটে
আঁকা ক্যানভাসের মতো মনে হয়। পাবনা জেলার গাজনার বিল বর্ষা মৌসুমে দেশি-বিদেশি পর্যটক দের কাছে অপার সম্ভাবনা সৃষ্টি করতে পারে পর্যটন কেন্দ্র হিসাবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে অনেক দিনের আসা অত্র এলাকা বাসির।
লেখকঃ বিধান ঘোষ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,সুজানগর,পাবনা।

Share.
Exit mobile version