শারদীয়

কুমার পাড়ায় ব্যস্ত আয়োজন
দেবী দূর্গার আগমনী ক্ষণ,
কাশবন ছুয়ে সাদা মেঘ সারি
আমনের ক্ষেতে বলাকার বাড়ি।
শিউলি কুড়ানো স্নিগ্ধ ভোরে
শরত এলো প্রকৃতির দুয়ারে।

– জুঁই জুয়েনা

কুমার পাড়ার দূর্গার কাছে যাইনি কোনদিন;
রক্তে মাংসে গড়া দশভুজার কাছেই কেবল-
বাড়িয়েছি হৃদয়ের ঋণ।

– মুশফিক শুভ

মাটির তৈরী প্রতিমা’তো বিসর্জনে মুক্তি
হৃদয়ে গড়া প্রতিমাখানি আজীবন কারাবন্দী;
ঋণ তো কেবল বেড়েই চলেছে দ্বিগুণ হারে সুদ
কোন মোহরে শোধ হবে তার এমন প্রতিশোধ?

– জুঁই জুয়েনা

যেখানে,
সঁপেছি হৃদয় নিঃস্বার্থে চিরতরে;
ভালবেসে বিসর্জন দিয়েছি নিজেকে হৃদয়ের বিনিময়ে।

সেখানে,
আকাশটা’ই হোক তোমার সীমাহীন সীমানা;
বল, কোনো মোহরে কি হতে পারে হৃদয়ের জরিমানা?

মুসফিক শুভ

ভালবাসা বেঁচে থাক অনন্তকাল;
দেনা পাওনার হিসাব উহ্য সেথায়-
সাক্ষী থাক মহাকাল!

জুঁই জুয়েনা

ভালবাসা বেঁচে থাক মহাকালের পথে;
সম্পর্কগুলো চিরন্তন হোক-
এই সুন্দর ভুবনে।

– মুসফিক শুভ

Share.
Exit mobile version