বর্তমান বিশ্বে ডায়াবেটিস একটি মহামারি আকার ধারন করছে। হোমিওপ্যাথিতে এর খুবই ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডায়াবেটিসের শ্রেষ্ট হোমিও ওষুধ হলো এসিড ফস, সিজিয়াম, রাসএরো ইত্যাদি ওধুধ গুলো নিয়মিত সেবন করলে রক্তের শর্করা কমে আসে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকে। কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন:-

#। নিয়মিত ব্যায়ম করা।

#। শর্করাজাতীয় খাদ্য পরিহার করা।

#। শাকসবজি বেশি পরিমানের খাওয়া।

#। প্রচুর পরিমানের পানি পান করা।

#। ভাত যত কমখাবেন ততই ভালো।

বিঃ দ্রঃ :- ডায়বেটিস একেবারে নিরমুল হয় না। নিয়ন্ত্রনে রাখতে হয়।
পরামর্শক
ডাঃ মোর্শেদা বিনতে আলমগীর।
বি.এস.এস (অনার্স), এম.এস.এস।
ডি.এইস.এম.এস. (ঢাকা)
উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত (মা ও শিশু)
আগরপুর, বাবুগঞ্জ, বরিশাল।
মোবাইল নং- ০১৭২০৩৬০৫৪৯

Share.
Exit mobile version