বেনাপোল দিয়ে ১৮৭৫ মেট্রিক টন ইলিশ গেল ভারতে
রাঙা প্রভাত ডেস্কঃ দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। যার মূল্য এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ এক কেজি ২শ গ্রাম।

গতকাল বৃহস্পতিবার সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ জন রফতানিকারককে মোট এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ১২ মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়। গতকাল বিকেল সাড়ে ৫টার সময় সর্বশেষ চালানে এক ১৯৭ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে।

মোট ইলিশ রফতানি হয়েছে এক হাজার ৮৭৫ মেট্রিক টন।

Share.
Exit mobile version