বিলাপ

এই ঘাটে যে নৌকাটি বাঁধা ছিল তার পাশে
তুমি টুপটাপ ডুব দিয়ে উঠে গেছ তীরে। তুমি
জান নাই, মনমাঝি কী দুঃখের সোনা নিয়ে চলে
গেল মহুয়ার বনে।

এই মেঠো পথের ধারে যে বেনিয়ার দোকান ছিল,
ফিরেও দেখনি তারে, স্নান শেষে আল ধরে তুমি
ঠিক হেঁটে গেছ ঘরে। তুমি জান নাই, এই নৈঃশব্দের
সিঁদুরে আগুন কেন জ্বলে শরের ভেতর।

ছাইরঙা পাখি এক, বাসা ফেলে, মায়া ফেলে কেন
উড়ে গেল মেঘের আড়ে। তুমি তাকে চিনতে পার
নাই।

তোমার পায়ের গোড়ালিতে যেখানে নূপুর বাজে,
সেই রক্তের লাল দাগ, কার বুকে নাচে! মেয়ে- তুমি
জান নাই।

দড়ি ছিঁড়ে মনের নোঙর, গেঁথে আছে নদীর ভেতর,
আমি তাকে তুলতে পারি নাই। আমি তাকে কইতে
পারি নাই।

অন্ধের বুকফাটা কান্নায় ছিল বধির বাতাস, বাঁশির
নীরব সুর যমুনা বুঝতে পারে নাই। রাইয়ের বুকে
তাই ঢেউ ভাঙে নাই।

স্বপ্নীল ফিরোজ বলে শোনরে পাগল মনা সইতে না
পারলাম দুঃখ, না পারলাম কইতে, সারাজীবন হবে
তোমার এ দুঃখ বইতে।

লেখক ঃ টেক্সাস,মার্কিন যুক্তরাষ্ট্র।

Share.
Exit mobile version