নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের নতুন বাজার বিভাগীয় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির প্রাঙ্গণে  শুক্রবার সন্ধ্যায় শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত মতুয়া মিশনের ৮৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৬১টি দেশের মতুয়া ভক্তদের সমন্বয়ে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কমিটি গঠন করা হয় ।

 

বরিশাল বিভাগীয় মতুয়া মন্দির কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শৈলেন্দ্রনাথ বড়ালের সভাপতিত্ব কেন্দ্রীয় মতুয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি মতুয়ারত্ন প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।এ সময় কমিটি গঠনের পূর্বে বক্তব্য রাখেন মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষিবিদ বিপুলপ্রিয় সিকদার, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহসভাপতি প্রফেসর ড. সঞ্জয় কুমার দাস, প্রফেসর মনোজ কুমার হালদার, বরিশাল ।
শ্রী বাসুদেব কর্মকার (ভাষাই)। অধ্যক্ষ শ্রী হীরেন ঠাকুর, মতুয়া মিশন ঢাকা মহানগরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র হীরেন সুজন ,গৌরনদী উপজেলা মতুয়া মিশনের সাবেক সভাপতি প্রভাষক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, শ্রী দুলাল চন্দ্র হাওলদার, অধ্যক্ষ ঝুমুর রানী হাওলাদার, শ্রী নিরাঞ্জন মিত্র,শ্রী মনোজ মিত্র, মতুয়া মিশনের বরিশাল মহানগরের সাবেক সভাপতি সঞ্জিত হালদার (সঞ্জু) ,শ্রী অনিমেষ ঘরামী।

 

এছারাও জেলার বিভিন্ন উপজেলার সাধু গোসাই পাগল হরিভক্তরা উপস্তিত ছিলেন । সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সিনেট কাউন্সিলের চেয়ারম্যান ড.জি সি বিশ্বাস স্যার শ্রী বিমল কর সভাপতি ও বাবু স্বদেশ মন্ডল কে সাধারন সম্পাদক করে ৪১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন শেষে প্রকাশ করেন ।

Share.
Exit mobile version