বিশেষ প্রতিনিধি।।আগামী ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র আয়োজনে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা বিষয়ক একটি ভার্চুয়াল সম্মেলন হতে যাচ্ছে। পশ্চিমা বিশ্বগুলোর উপস্থিতিতে অনুষ্ঠানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আয়োজকদের পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো তথ্য না জানালেও বিভিন্ন সূত্রে বাংলাদেশ জানতে পেরেছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য একসঙ্গে ১০ বছরের মানবিক সাহায্য দেয়ার প্রস্তাব করা হবে।

কিন্তু ঢাকা এই প্রস্তাবে রাজি হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন। আমরা যত দ্রুতসম্ভব রোহিঙ্গাদের বিদায় করতে চাই।’

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবমূল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শুনতে পেলাম, তারা ১০ বছরের মানবিক সাহায্য নিয়ে আলাপ করবে। কিন্তু আমরা এখন এক বছরের জন্য সাহায্য নিচ্ছি। দীর্ঘমেয়াদী বিষয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা যত দ্রুতসম্ভব রোহিঙ্গাদের বিদায় করতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা মাল্টি-ইয়ার প্ল্যানিং’এর কথা বলছেন। কিন্তু আমরা মাল্টি-ইয়ার প্ল্যানিংয়ে যেতে রাজি নই। মাল্টি ইয়ার পরিকল্পনা রোহিঙ্গা পুনর্বাসনের জন্য। কিন্তু আমরা এ বিষয়ে আগ্রহী নই।’

Share.
Exit mobile version