বিশেষ প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষা অভিযানে জলপথের পাশাপাশি আকাশপথেও হেলিকপ্টার থেকে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

বুধবার দুপরে চাঁদপুরের মতলব উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে জেলেদের সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমাণ ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরও বাড়ানো হবে।

ইলিশের উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাব- যেখানে প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রফতানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, নৌ-পুলিশ প্রধান ডিআইজি আতিকুল ইসলাম, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া, চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব জোন) আহসান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমানসহ জেলা-উপজেলার মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version