শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের বড়
উৎসব হলেও -এটা এখন বাঙালির প্রাণের উৎসব।
উৎসবমুখর বাঙালি পূজার ক’টা দিন মেতে উঠে
উৎসবের আনন্দে।কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন!
করোনাকালীন পরিস্থিতিতে উৎসবের আমেজ বা
সাড়ম্বর টা হয়তো নেই।
হিমেল হাওয়ায় মুখরিত হচ্ছে -তাঁর আগমনবার্তা।
সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পৌরসভায় ২৭ টি
সহ উপজেলায় ৮২ টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পৌরসভার উল্লেখযোগ্ঢ় পূজামণ্ডপ হলো-বাণীপাঠাগার, বীণাপানি পাঠাগার, কিশোর সংঘ
মিলন সংঘ, নবরূপ মনিরামপুর বাজার কালী মন্দির
হিন্দু যুব কল্যাণ সমিতি , মনিরামপুর বসাকপাড়া
প্রাণনাথপুর ব্রতচারী সংঘ,চড়কখোলা দুর্গামন্দির উল্লেখযোগ্য। পৌরসভার বাইরে ইউনিয়নভিত্তিক
পুজার সংখ্যা নিম্নরূপ –
নরিনা-৮,কায়েমপুর-১,পোতাজিয়া-৪,গাড়াদহ-৮
পোরজনা-,৯,হাবিবউল্লাহ নগর -৪,রূপবাটি-২
বেলতৈল-৮,খুকনী-১০, কৈজুরী-৯।
ইতোমধ্যে শাহজাদপুর উপজেলা প্রশাসন সামাজিক
দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে শান্তিপূর্ণ ভাবে
পূজা উদযাপনে শাহজাদপুর পূজা উদযাপন পরিষদ
সহ সকল পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকের সংগে
পূজার প্রস্তুতিমুলক সভা করেছেন।
সবাইকে শারদীয় শুভেচ্ছা।
তথ্যসংগ্রহঃ বিধান চ্ন্দ্র ঘোষ।