বিশেষ প্রতিবেদক।। মা ইলিশ সংরক্ষণে তৃতীয় দিন পর্যন্ত অভিযানে অবৈধ মৎস্য আহরণের কারণে মৎস্য আইনে ১৭৮ জন জেলেকে জেল প্রদান ও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে তৃতীয় দিন পর্যন্ত ৪৪২ টি মোবাইল কোর্ট ও ৩০৫৯ অভিযান পরিচালনা করে ৯ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল আটক, অবৈধ মৎস্য আহরণের কারণে মৎস্য আইনে ১৭৮ জন জেলেকে জেল প্রদান ও ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।