ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম মনু। শনিবার রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

কাজী মনিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮০৮ ভোট।

আর মীর আব্দুস সবুর লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৩ ভোট। এছাড়াও আরিফুর রহমান আম প্রতীক নিয়ে ১০৪ ভোট, আনছার রহমান শিকদার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ ভোট।

এদিকে, ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

তবে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। আমাদের কাছে কোনো অভিযোগ নেই।

Share.
Exit mobile version