সাব্বির ফকির, খুুলনা :- শনিবার (১৭অক্টোবর) মোরেলগঞ্জ উপজলো পরিষদ সভা কক্ষে কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহনের লক্ষে অয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদশে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মো.আমিরুল আলম মিলন এমপি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক ও কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকার কৃষি খাতের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহন আর বিপুল পরিমানে প্রনোদনা দিয়ে উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসর্ম্পূণ করতে সক্ষম হয়ছে। ধান উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের তৃতীয় শীর্ষ ধান উৎপাদনকারী দেশ হিসেবে স্থান করে নিয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারনে এমনটি সম্ভব হয়ছে।

 

উল্লেখ্য, বৃহত্তর খুলনা বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মোরেলগঞ্জ-শরণখোলাসহ ২০টি ইউনিয়নে কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে লবনাক্ত পানি রোধে সেচ, কুয়া স্থাপন, কৃষি জমির তলদেশে পানির পাইপ লাইন স্থাপন, খাল পুন:খনন, পুকুর খনন- পুন:খনন, বসত বাড়ির উঠোনে কৃষি কাজে সেচ ও খাবর পানির জন্য রেইন ওয়াটার হার্বেষ্টিং স্থাপন, বাগান বাড়ি ও সবজি ক্ষেতে সেচের ব্যবস্থা, খাল-নদীতে বেরিবাধ নির্মাণসহ ২২ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চোয়ারম্যান এ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোযার হেসেন, সহকারী কমিশনার (ভূমি) রঞ্জনচন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

সভায় কৃষি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন বিএডিসি মোরেলগঞ্জ-শরণখোলা ইউনিট, বাগেরহাট উপসহকারী প্রকৌশলী এস.এম সুজাউদ্দিন। সভায় ইউপি চেয়ারম্যানদেরকে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ ইউনিয়নের কৃষি উন্নয়নে প্রস্তাবিত প্রকল্পসমুহ জমা দানের আহবান জানান। সভায় ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবদুর রাজ্জাক মজুমদার,আকরাম হোসেন, এইচ এম মাহমুদ হোসেন, মোর্শেদা আক্তার, শফিকুর রহমান লাল প্রমুখ।

Share.
Exit mobile version