প্রিয়ন্তি(প্রথম দেখা)
সৈয়দা নূরে কাছেদা
প্রিয়ন্তি,
প্রথম দেখার কথা মনে কি হয়!
সেদিনের স্মৃতি মেঘমালা হয়ে
মনের প্রান্তে আসে যায়।
তুমি মিছিলে, শ্লোগানে উচ্চকিত
শিশু নিরাপত্তার দাবীতে শত নারী মুখরিত
আমি ইচ্ছের স্রোতে দাঁড়িয়ে পথের ধারে
চলমান মিছিল রুদ্ধতার দেয়াল ভাঙছে বারে বারে
হঠাৎ দৃষ্টির সীমানায় দেখি কালো পাড় শাড়ী
সাদা জমিনে জড়ানো তনু,ধাবমান এক শ্যামাঙী নারী
দীর্ঘাঙ্গীনী কী এক দৃঢ়তায়
শ্লোগানে সরব হয়ে সামনে এগোয়
হঠাৎ গাড়ির শব্দ,লাঠিচার্জ, কাদুনে গ্যাস
সব লন্ডভন্ড,অনেকেই লাঞ্চিত
পড়ে আছে অনেকে ভীষণ রকম আহত।
পথে পড়ে আছো,খোপার বাঁধন শিথিল তোমার
সাদা শাড়ীর শুভ্রতা হয়েছে ফেরার
তুমি যখন এম্বুলেন্সে, যেমন ঝিলের ধারে
অরন্যানী,তেমনি তোমার চোখ দু’খানির
পাপড়ি মেলে চাইলে একবার
যে চাউনি হৃদয়ে বাঁধিয়ে রেখেছি,দেখি বারবার।
দেখা হলো পরে হাসপাতালের করিডোরে
চিনলে আমায়,দেখলাম বিকেলের বসন্ত
দাঁড়িয়ে শীতের ভোরে।
তুৃমি হাসলে সে হাসিতে নিশিগন্ধার
পাপড়ি পড়লো ঝরে
কী মুগ্ধতায়,সে পাপড়ির শুভ্রতায়
আমি অপলক মীড়ে মীড়ে।