বিশেষ প্রতিনিধি।। আজ সোমবার বসছে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান। সেতুর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হবে। ইতিমধ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে পিলারের উদ্দেশে রওনা দিয়েছে ভাসমান ক্রেন।

এর আগে গত ১১ অক্টোবর ৩২তম স্প্যানটি সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর বসানো হয়। বর্তমানে সেতুর চার হাজার ৮০০ মিটার দৃশ্যমান হয়েছে। ৩৩তম স্প্যান স্থাপন হলে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান হবে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Share.
Exit mobile version