নিজস্ব প্রতিবেদক :- আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কলসকাঠী ইউনিয়ন  পরিষদের উপ-নির্বাচন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে, নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়ন ব্যাপি নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম সকল কেন্দ্রে  প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলসকাঠী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে  তিন’ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। যার মধ্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শওকত হোসেন হাওলাদার ও জাতীয় পার্টি মনোনিত বাছেদ হাওলাদার বাচ্চু।
উল্লেখ্য, গত মার্চে কলসকাঠী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক তালুকদার এর মৃত্যুর পর কলসকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হয়ে যায়।
Share.
Exit mobile version