নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী ইউ পি উপ নির্বাচনে ৬,২৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা) ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি শওকত হোসেন হাওলাদার (ধানের শীষ) ২,১৩৪ ভোট।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচন কমিশন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। এর আগে, সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
গত মার্চ মাসে চেয়ারম্যান আঃ রাজ্জাক তালুকদার মারা যান। এতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।
এ বিষয়ে ফয়সাল ওয়াহিদ মুন্না বলেন, আজকের এই জয়লাভ প্রধানমন্ত্রীর ভাল কাজের ফল। এই ভোটে প্রমাণ হল বর্তমান সরকার জনগণের সরকার। পাশাপাশি ভোটের মধ্য দিয়ে জনগণ প্রমাণ করে দিল শেখ হাসিনার সরকার নিরেপেক্ষ সরকার। পাশাপাশি তিনি তার রাজনৈতিক অভিভাবক বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, আগামীতে এই দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করবো।
অন্যদিকে, বিএনপি মনোনিত প্রার্থী শওকত হাওলাদারের সাথে একাধিক বার যোগাযোগের চেস্টা করেও তার মতামত পাওয়া যায়নি।
Share.
Exit mobile version