শাহজাদপুরে দেবী দূর্গার আগমন উপলক্ষে সাজসজ্জায় ব্যস্ততার পর আজ মহাষষ্ঠী মন্ডপগুলোতে
বিশেষ প্রতিনিধি।।
নীলাকাশ, সাদা মেঘের ভেলা আর কাশফুল জানান দেয় শরৎ বিরাজমান। জানান দেয় শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তার। যদিও এবার দেবী দুর্গা আসছেন হেমন্তে। শরতের আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা, প্রকৃতির সবুজের সমারোহে সাদা হয়ে কাশফুল দুলছে। শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় সাজসজ্জায় ব্যস্ত ছিলো শাহজাদপুরের পূজামন্ডপগুলোতে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।
এই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব শুরু হবে আজ বৃহস্পতিবার ২২ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে।
আর এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে রাতভর চলছিলো প্রতিমা তৈরির কাজ। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরি করেছে প্রতিমা। পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছিলো শাহজাদপুরের প্রতিমা শিল্পীরা। তুলির আঁচরে মূর্ত হয়ে উঠেছে দেবীর রূপ। দম ফেলার সময় ছিলোনা মৃৎশিল্পীদের।
শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল কুন্ডু বলেন, শারদীয় দুর্গাপূজা আজ বৃহস্পতিবার থেকে শুরু মহাষষ্ঠীর মধ্য দিয়ে। এ বছর শাহজাদপুর উপজেলায় ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট ৮২টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমা তৈরি করার কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রতিমা শিল্পীরা। পূজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোতে চলছে ব্যাপক সাজসজ্জার প্রস্তুতি।
এবার করোনার কারণে পূজা মণ্ডপগুলোতে ছাব্বিশটা বিধিমালা তৈরি করে দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সেই নিয়ম অনুযায়ী এবার শাহজাদপুর উপজেলায় পূজা পালন করা হবে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাদের এ ধর্মীয় উৎসব সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বদা সজাগ দৃষ্টি রাখছে। প্রতিটি পুজা মন্ডপে স্বেচ্ছাসেবী নিরাপত্তা কর্মী ছাড়াও পুলিশ ও আনছার সদস্য থাকবে। এখনো পর্যন্ত উপজেলায় কোন মন্দিরে বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নি।
এবারে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিছুটা নিয়মের মধ্যে দিয়ে মাতৃবন্দনা করবেন সনাতন ধর্মালম্বীরা বলে জানা গেছে।