এলিসন সুঙ, মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা অধীনেস্থ ১নং রহিমপুর ইউনিয়নে  কারিতাস সিলেট অঞ্চলের সক্ষমতা প্রকল্প কার্যক্রম সম্পর্কিত সভা ২২ অক্টোবর (বৃহস্পতিবার)  অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন ১নং রহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকতেখার আহমেদ বদরুল বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সক্ষমতা প্রকল্প  জুনিয়র কর্মসূচি কর্মকতা চয়ন চক্রবর্তী, কারিতাস সিলেট অঞ্চলে পরিকল্পনা ও মূল্যায়ন পরিষদ সদস্য এলিসন সুঙ,ধলাই ভেলী সভাপতি ধনই বাউরী, সংবাদকর্মী মোনায়েম খাঁন, কারিতাস স্টাফবৃন্দ, ১নংরহিমপুর ইউনিয়নের সদস্য- মহিলা সদস্যগণ। সক্ষমতা প্রকল্প জুনিয়র কর্মকতা মোকলেসুর রহমানের সঞ্চালনায় প্রকল্প কার্যক্রম সম্পর্কিত সহভাগীতা করেন জুনিয়র কর্মসূচি কর্মকর্তা চয়ন চক্রবর্তী তিনি বলেন দুর্গম পাহাড়ি অঞ্চলে  নৃগোষ্ঠী  সম্প্রদায় এবং চা বাগানের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সক্ষমতা প্রকল্পটি কার্যক্রম বাস্তবায়ন করছে।এই প্রকল্প বর্তমানে তৃতীয় ধাপে পদার্পণ করছে,প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলে অনেক লোক সচেতন হচ্ছে এবং তাদের মধ্যে জীবনযাত্রা পরিবর্তন আনয়নে সক্ষম হচ্ছে। জীবনধারা পরিবর্তনের গতি উদাহরণ দেয় যে প্রকল্পের পরিষেবা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে সহায়তা করা খুবই প্রয়োজন। সক্ষমতায়নের জন্য প্রকল্পটি বিভিন্ন প্রশিক্ষণ, গঠনমূলক সেমিনার, সহায়তা এবং কর্মশালা বাস্তবায়ন করছে।পাশাপাশি নিজপরিচালিত করণ এবং জনগণের অর্থনৈতিক সক্ষম অর্জনের লক্ষ্যে সমবায়সমিতি গঠন এবং শক্তিশালী করণ,জীবনজীবিকার মান উন্নতিকরণ এবং নারী শিশু  সচেতনতা হাতে কলমে শিক্ষাদান, ধাত্রীমাতা সহযোগীতায় মাধ্যমে গর্ভকালী মহিলাদের সেবা ও আর্থিক সহায়তা প্রদান। পরে মুক্ত আলোচনা মাধ্যমে সভার সভাপতি কারিতাস সক্ষমতা প্রকল্পকে স্বাগতম ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।
Share.
Exit mobile version