নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” স্লোগান নিয়ে, বরিশালের বাকেরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপন উপলক্ষে সূধী সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা অডিটরিয়ামে শনিবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার পিপিএম।
সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া সহ উপজেলা প্রশাসনের অনান্য কর্মকর্তা বৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন- শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র, ব্যবসায়ি, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন পেশার জনগন।
সমাবেশে জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক অপরাধ, জঙ্গী, মাদক, এসিড নিক্ষেপ, শিশু অপহরণ, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
কার্যকরী পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করা হয়।
কমিউনিটি পুলিশিং এর সার্থক ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষিত পরিবহন চালক, হেলপার তৈরি করে গণপরিবহনে শৃঙ্খলা এবং দুর্ঘটনা প্রতিরোধসহ ট্রাফিক আইন মানার বিষয়টি আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি বলেন পুলিশের প্রতিটি দিনই হচ্ছে ওপেন হাউজ ডে। আপনারা থানায় আসুন, সেবা গ্রহণ করুন ; তথ্য দিন , সেবা নিন; নিরাপদ দেশ গঠনে ভূমিকা রাখুন।