এক গোধূলির প্রত্যাশা

একদিন;
মৃত্যুর পরে শুয়ে রব সবুজ ঘাসের তলে-
বৃষ্টি ভেজা নরম মাটি ভালবেসে।

নীল দিগন্ত থেকে-
অনাবিল আলোর হাতছানি ডেকে যাবে মোরে;
সবুজরাঙা মাঠে- নীরবে হেঁটে যাবে হরিণীর দল;
ফিরে তাকাবো ধীরে- শুকনো পাতার সুরে।

তারও হাজার বছর পর;
তুমি থেক পাশে,
নীরবে দাঁড়িয়ে থাকা এক কুমারী বৃক্ষের শাখে-
রক্তিম কৃষ্ণচূড়া হয়ে!

প্রতি গোধূলি বেলায়;
হাওয়ায় ভর করে,
ঝরে পড় নীরবে-
আমার বুকে।

Share.
Exit mobile version