বরিশাল অফিস :- “মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২০। সকালে জাতীয় সংগীতের মধ্যদিয়ে ব্যান্ডের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর কার্যক্রম শুরু করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশি^নী কুমার টাউন হলে প্রধান অতিথি হিসেবে কমিউনিটি পুলিশিং ডে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধণ করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ ছাদেকুল আরেফিন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম, বরিশাল পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আফজাল হোসেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল প্রমুখ। শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সফলতা অর্জনকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা।

Share.
Exit mobile version