সাদা- লাল
পলাশ তালুকদার

 

সাদার দাম নেইকি দাদা
প্রায় লোকই তো খায়
সস্তা বলে তাই কি আমায়
ঠেলে দেয় কি পায়।

লাল সেতো ফোটে মাত্র
খায় কি কোন গোত্র
হল্লা করে ছুঁড়ে ফেলে
ছেলে- মেয়ে পাত্র।

শোভন তার রূপ দেখে
আঁকে কেউ ছবি
ছন্দ নেই! ভাব নেই
সেও নাকি কবি।

Share.
Exit mobile version