বিপুল আঁধার
ভীষ্মদেব বাড়ৈ 

মাঝে মাঝে মানুষ
‘একটু’ বাঁচতে চায়,
বড় বাঁচা থেকে সরে এসে ‘একটু’ বাঁচতে চায়।

মাঝে মাঝে এক পৃথিবী আকাশ ভালো লাগে না,
অসহ্য চাঁদ আর ভালো লাগে না,
একফালি দৃষ্টিহীন মেঘ ভালো লাগে,
মাঝে মাঝে আলো নয়,
এক বুক আঁধার জাগে!

মাঝে মাঝে মানুষ লুকাতে চায় নিজের দৃষ্টির বাইরে,
মাঝে মাঝে মানুষ নিকষ অন্ধকারে মিশে যেতে চায়,
একটুকু ঠাঁই তার নাইরে!

মাঝে মাঝে মানুষ নিজের দুই গালে প্রহার করে,
মাঝে মাঝে বিপুল পৃথিবীতে চোখ বন্ধ করে একা একা অন্ধ হয়ে যায়,
বিতৃষ্ণানায় পৃথিবীর এক কোনে মরে যেতে চায়,
মাঝে মাঝে ঘর বাঁধে আদিম গুহায়।

মানুষ পৃথিবীতে সবচেয়ে নিঃসঙ্গ জীব,
মানুষ নিজ মনে নিঝুম ব-দ্বীপ।

মানুষ মরতে চায়
এক জীবনে মরে বহুবার,
মানুষ ডুবতে চায়
চারিধারে বিপুল আঁধার।

Share.
Exit mobile version