পুষ্প-কলি 

শেখ আব্দুল খালেক

দুলছে শাখে পুষ্প-কলি

মৃদু বায়ে কুঞ্জ-বন,

উঠছে হেসে মন মাতিয়ে

আসবে চলে অলি গণ।

রঙ ছড়াবে গুলবাগিচায়

মাতবে দেখে সবার মন,

ঘ্রাণ ছড়াবে পুষ্প দলে

মলয় বায়ে ক্ষণে ক্ষণ।

কুঞ্জে কুঞ্জে ফুল শাখাতে

রঙ ছড়াবে রঙিন ফুল,

যেথায় আছে পুষ্প-কলি

ছিড়লে হবে মহা ভুল।

কুসুম বাগে কুসুম-কলি

দেয় যে সুখে শাখে দোল,

পুষ্প হয়ে দিচ্ছে সুবাস

দেখতে সবে চক্ষু খোল।

যতন করে রাখছে মালী

তুলিস না কেউ সেই মুকুল,

ভাঙিস নারে তরু শাখা

দেখবি না আর রঙিন ফুল।

 

Share.
Exit mobile version