শরীরে দোপাটি রঙ শাড়ি
আরিফ নজরুল

বৃষ্টি বৃষ্টি খেলায় আকাশ নেমে আসে উঠোনে
গাছের পাতায় ফুলে
হৃদয়ের দুকুলে
ঝিঙেফুলের নরম পাঁপড়িতে।

তোমার জিনিয়া মনও নাচে বৃষ্টির তালে তালে
কেয়া হিজল বরুন জারুলের ছোঁয়ায়
চন্দ্রপ্রভা শরীরে দোপাটি রঙ শাড়ি
লেপটে আছে জাফরানি আহলাদে।

হাইড্রেঞ্জিয়া খোঁপায় জুঁই বেলি গুঁজে রেখেছো
আমার ফটোজেনিক চোখ তুলেছে সে ছবি
চাঁপাগাছের মতো আকাশ ছোঁয়া দেহ
বয়স যেনো চাঁপাফুলের পাঁপড়ি সমান।

মালতীলতা ঠোঁটে বৃষ্টি এসে চুমু দেয়
আর তুমি বৃষ্টিতে মিশে একাকার

দক্ষিণ জানালায় বৃষ্টি আমাকেও ছুঁয়ে যায়।

Share.
Exit mobile version