“সময়ের বলয়ে বন্দি জীবন”
ফওজিয়া হালিম অনু।

হৃদয় হরন করা সদ্য ফোঁটা গোলাপ,
আমার সমস্ত চেতনা জুড়ে বিনিদ্র বিভাবরী
নিশিথের নির্ঘুম নিশাকর
দু’চোখে স্বপ্নের অঞ্জন মেখে
একান্ত সুবর্ন প্রহরগুলো আরাধ্য হয়।
স্বপ্নরা মম তনুমনে রঙিন ডানা পরিয়ে দেয়
আমি ভেসে বেড়াই
রঙিন আকাশে, স্বপ্নালোকের দ্বারে
করাঘাত করে যৌবনের দূরন্ত কামনারাজি।
আমি আবেগে আপ্লুত হই আবার
দীর্ঘশ্বাসে হই স্থির
কারণ আমি জানি জীবণ সিঁড়ি
বেয়ে ক্লান্ত এ ডানা একদিন
খসে যাবে। সময় একলাফে পার হয়ে যাবে জীবন সাঁকো,
শুভ্র সকাল, রক্তিম গোধূলি
আমায় ডাকবে না হাতছানি দিয়ে,
যে স্বপ্ন একদিন অঙ্কুর হতে পূর্ণতা পেয়েছে
সময় তাকে শূন্যতা এনে দেবে।
সময়ের নিষ্ঠুর বলয়ে বন্দী জীবন।
প্রজ্জলিত করে নিক্ষেপ করবে পরিনতির নিশ্ছিদ্র কারাগারে।
সময় তাকে নিয়ে যাবে বিষণ্ণ বিকেলে।
নিস্তেজ আকাঙ্ক্ষার দ্বারে।
সদ্য ফোঁটা গোলাপও ম্লান মনে হবে
স্বপ্নরা আহত হবে আমার পৃথিবীতে।
ডানাভাঙা আহত পাখিরা আর্তনাদ করে উঠবে হৃদয়ের জীর্ণ পাজরে।
তারপর একদিন কুঠারের নির্মম আঘাতে ভেঙে পড়া বৃক্ষরাজির বোবা আর্তির মত স্বপ্নরা অশ্রুযুক্ত মালা পরিয়ে বিদায় জানাবে।
কালের গর্ভে বিলীন হয়ে যাব আমি, আমার সব স্বপ্ন।

 

Share.
Exit mobile version