জনপদ দুষ্টের দখলে
শেখ আব্দুল খালেক
মানুষের কান্না থেমে যাক আর না
মুছে দাও অশ্রু সকলে,
চারিদিকে ঘটনা রটে বহু রটনা
জনপদ দুষ্টের দখলে।।
পথে ঘাটে পশুরা হানা দেয় দিবসে
নেই কোন মমতা হৃদয়ে
ইজ্জত লুটে খায় দর্পে চলে যায়
জেগে ওঠো দুষ্টের বিদায়ে
আইনের সেবকে দেখে সব করে ভাণ
ঝরে যায় পুষ্প অকালে।।
সমাজের শালীনতা চলে গেছে ভেস্তে
বাতাসে ভেসে যায় গন্ধ,
অসতের কর্মে হতাশায় সর্বে
চারিদিকে পশুদের দ্বন্দ্ব।
অধিকার কন্ঠ হয়ে গেছে খর্ব
নেই যে যাতনার অন্ত
শকুনের থাবাতে মানুষের কান্না
নেই কোন পান্থ শান্ত
ইজ্জৎ লুটে নেয় যেথা সেথা দিবসে
স্বাধীনতা যায় যে বিফলে।।
তারিখঃ ১১/১০/২০ ইং