নিজস্ব প্রতিবেদক :- আমরা পাকিস্তানের পুলিশ নই, আমরা স্বাধীন বাংলার পুলিশ। ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই, ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে বেতন রেশনের বাহিরে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। বুধবার ৪ নভেম্বর বন্দর থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম ।
তিনি আরও বলেন, দেশ উন্নত করার জন্য নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করতে হবে, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। আমাদের দেশ মাদক তৈরি না করলেও কিছু কুলাঙ্গার মানুষ দেশকে নষ্ট করার জন্য মাদক চালানকারিদের সাহায্যের মাধ্যমে আমাদের দেশে মাদকের বিস্তার করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন,থানা জনগণের শেষ আশ্রয়স্থল, অপরাধ দানাবাঁধার আগেই অপরাধ নিয়ন্ত্রণে আনতে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিংএর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি। আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন।

এদিকে উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, আমরা সুবিধা বঞ্চিত নারী তথা ভুক্তভোগীর পক্ষে। ভুক্তভোগী যেভাবে সুবিধা পাবে সেভাবেই ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে।
এসময়ে অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি শারমীন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version