শেখ আব্দুল খালেক
নির্বাক মন হারিয়েছে ধন রুদ্ধ হৃদয় হাসি,
গিরি পর্বত খুঁজে নাহি পাই অশ্রু পাথারে ভাসি।
সিন্ধুর জল অতি উত্তাল গর্জন ভারী তার
অতল সাগরে হাঙ্গর ভাসে মুশকিল তরী পার।
ভাঙিতেছে কূল বাড়িতেছে শূল ঝরিতেছে আঁখিজল,
এ মহা বিপদ যেন অভিশাপ নাশিতে সকলে চল।
বন্ধুর পথ ফেলে পশ্চাৎ চলরে যোয়ান কূলে
বাঁধার প্রাচীর গড়ে তুলি সব তরঙ্গ লহরী ভুলে।
প্রলয় মত্তে আঁধারে ঝঞ্ঝা গর্জন করে মেঘ,
শুনে না কথা মানে না বারণ বাড়ায় ক্ষীপ্র বেগ।
হয়েছে অকাল ভাঙে তরু ডাল কাঁদায় সোনার দেশ,
করি বসে ধ্যান নিশি অবসান হয় না দুঃখ শেষ।
কৃষ্ণ আঁধার নেমেছে ধরায় সূর্যের আলো ক্ষীণ ,
জননী ব্যাকুল পশুর প্রভাবে, হাসবে কখন দিন!
অকূল পাথারে মাঝি বেসামাল ভেঙে যায় বুঝি হাল,
মাল্লারা সব বেমালুম ঘুমে ছিড়ে যায় ধীরে পাল।
সাগরের জল করে কলকল তরঙ্গ ভাঙে কূল,
জলস্রোতেই নিয়ে যায় ঘর ভেসে যায় তরু ফুল।
দুর্যোগ মাঝে তরী অতি দোলে যাত্রীরা সাবধান
ভুল যদি হয় সিন্ধুর বুকে ডুবে যাবে সব প্রাণ।