থিয়েটার।। মুহাম্মদ সাঈদ

সামন্তহীন এই শহরে-
কাটাবে কি নারী আরো কটা দিন?
বাহারী ফুলের ঘ্রাণে মাঝরাতে দিশেহারা করে
গোলাপি চাদরেও আমায় জড়াবে তুমি বিরতিহীন!
শহরতলীর বিবিধ উৎসবে,গাঁদাফুলে খোপা সাজাবে
থিয়েটারে সঙ্গে যাবে আপত্তিহীন!

যোগশব্দে আমায় যোগ করে-
নিবে আচলের ভাজে
দীর্ঘ সিড়িতে হাত ধরে নিয়ে যাবে উপড়তলায়
রাতপরীদের আনাগোনায় আমি শুধু তোমারই সাজে
ডুবে মরব বিভোরতায়! নারী তুমিতো কুসুম আমি মৌভাত,শহরে থাকোইনা আলো ঝলমলে ক’ টা রাত!

সতেরো বছর ধরে-
তুমিতো শহরতলীর জীবন্ত কবিতা,
তিলোত্তমায় আজো দেখি অম্লান,অনবদ্য অধিকারে
ছুটে চলে সারা শহরময়, তোমার গুনগান,
নারী স্বরুপদর্শনে আমি ভুলে যাই দিনরাত,
সামন্তহীন শহরে তুমি ছাড়া আসেনা প্রভাত!

Share.
Exit mobile version