অন্য মানুষ
খান ফিরোজ
তুমি অন্য মানুষ –
সবে আমি তোমার নেত্রে হাঁটছি
প্রবেশ করছি তোমার ঐ প্রকৃতি ভূমে।
আমি দেখিনি তোমার ক্লান্তির শেষের পরশ
দেখেছি,দু চোখে অব্যক্ত অশ্রু সংলাপ
আবার-
কপাল ভাঁজে মুখ দেয়ালের শ্রান্তি বিলাপ।
এইতো সেদিনও হেঁটেছি তোমার নেত্র-দ্বারে
সে চোখের নিয়ন্ত্রক শুধু তুমিই।
আর আমি ছিলাম তোমার নেত্র প্রহরী।
আমি লুণ্ঠিত করেছি তোমার সেই প্রকৃতি।
আমি আহত,তবুও তোমায় করেছি মৃতপ্রায়
প্রকৃতির মহাশ্মশানে তোমায় গলিয়েছি।
তুমি অন্য মানুষ,
তবুও আমি তোমাতেই চাই শ্রান্তি সুখ।
কারন তুমি মানুষ,নও অন্য।।