“স্বাধীনতা”
——মনিরুজ্জামান——–

স্বাধীনতা তুমি–শত,শত শহীদের
রক্তে কেনা সার্বভৌমত্ত।
স্বাধীনতা তুমি–বদ্ধ ঘরে বন্দী থাকা
বাংলা মায়ের হাঁসি।

স্বাধীনতা তুমি–শহীদের রক্তে ভেজা ফুটন্ত লাল গোলাপ
স্বাধীনতা তুমি–বাংলার আকাশে
উদিত রক্তিম সূর্য

স্বাধীনতা তুমি–পদ্মা নদীর পাল তোলা মাঝির,
বৈঠা হাতে মনের সুখে ভাটিয়ালি গান।

স্বাধীনতা তুমি–পড়ন্ত বিকালে
রাখালের সু মুধুর বাঁশির মিষ্টি সুর!

স্বাধীনতা তুমি–অশান্ত বালক,বালিকার
পথের ধুলো গায়ে মেখে মনের সুখে ঘরে ফেরা।

স্বাধীনতা তুমি–কৃষান,কৃষাণীর
মিষ্টি মুখের হাঁসি।
স্বাধীনতা তুমি–বাঙ্গালী হৃদয়ের স্পন্দন।
স্বাধীনতা তুমি–বিশ্বে মানচিত্রে লাল সবুজের
পতাকায় পরিচিত।
স্বাধীনতা তুমি– আমার অহংকার!

Share.
Exit mobile version