পারিজাতের খোঁজে।। ফাহমিদা লোপা 

বৃক্ষের বয়স বাড়ে
তবু সবুজ ঋতু বদলে।
গাছে গাছে ফুল ফুটে
ঝরা শিউলি, বকুল, কামিনীর
সুবাস ছড়ায় আশ্বিনেতে।

রাখালিয়া বাঁশি ভেসে এলো কানে !
কে বাজায় ঐ করুণ সুর!
দানের আয়োজনে প্রকৃতিরঅপরূপ ।

মুগ্ধতায় ফিরে যাই
শারদ প্রাতের ফুল কুড়ানোর সুখে
আমার শৈশবে।
আজও ফুল ফুটে, পাখি গান গায়
ছন্দের তালে।

শুধু আমাদের ভোরবেলা আসে
আতংক, জরা নিয়ে।
অভিমানী প্রকৃতি মিটিমিটি হাসে
সবুজের হাতছানিতে!
তুমিতো মানুষ বোধের আকাশ শূন্য করে
ডানা মেলো পারিজাতের খোঁজে!

স্মৃতির পাতা থেকে জমা- খরচ
মুছে ফেলে ক্রমশই হাঁটছো
কোন অতলে?

 

Share.
Exit mobile version