এসো সঠিক পথে।। আহসান হাবিব

চোখে ঘুম থাকে আমার কান থাকে সজাক
গোপন কথা শুনে শুনে আমি হই অবাক
করোনা কেউ কু পরামর্শ আমাকে নিয়ে
তার চেয়ে ভালো তোমরা তোমাদের চিন্তা করো৷

অন্যের ভালো দেখে তোমরা কেনো হিংসায় জ্বলো
সময় আছে নিজেকে বদলিয়ে সঠিক পথে চলো
ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি বলো আর
দুদিনের দুনিয়ায় করিওনা অন্যায় অবিচার।

কি লাভ বলো এমন করে অন্যের ক্ষতি করে
জঘন্য অপরাধে লিপ্ত সামান্য স্বার্থের লোভে পড়ে
আঠারো হাজার মাখলুকাতের মধ্যে মানুষ হলো সেরা
তবে কেনো মানুসিকতা এতোটাই নোঙরায় ঘেরা।

ব্যবহারেই বংশের পরিচয় মিলে যেনেও করো ভুল
অন্যের প্রতি বৃথা আঙুল তুলে হারিওনা সব কূল
এই মুহুর্তে অঙ্গিকার করো সুন্দর জীবনের আশে
ধরার মাঝে যতো সুখ ধরা দিবে তোমায় ভালোবেসে।

আমিও শত্রু নই তোমাদের তবে কেনো ভাবো
এসো ভাই মিলেমিশে সত্যিকারের মানুষ হবো
মন থেকে মুছে ফেলো শত হিংসার রেশ
সত্যের পথে ফুটাতে ফুল বলবে সবাই বেশ।

Share.
Exit mobile version