সুখ-দুঃখ
———-কাজী দীন মুহাম্মদ

আমাদের ডানে দুঃখ বামে দুঃখ
নানান দুঃখ দিয়ে পূর্ণ চারিধার
আমরা বৃথাই দৌড়ে মরি আজীবন
দুঃখ থেকে পথই নাই পালাবার।

সুখ সে তো ডানেও নাই বামেও নাই
ভারী সুখহীন আমাদের চারিধার
সুখের সন্ধানে বৃথাই দৌড়ে মরি
কোন ফাঁদই নাই সুখকে ধরবার।

দুঃখ কান্নার ছড়াছড়ি চারিদিকে
মানুষেরা কত কান্না করবে আর!
মিলেমিশে সবে চেষ্টা করতে পারি
মনপ্রাণ খুলে হাসবার,বাঁচবার।

Share.
Exit mobile version