Print Friendly, PDF & Email

মুক্তা মানিক
আরিফ নজরুল

আনলে তুলে মুক্তামানিক
আনলে তুলে হীরা
যতন করে রাখি তারে
না দেয় যেন পীড়া।

ঝড় তুফান আর কষ্ট আসুক
রাখবো গলায় পান্না
উথলে উঠুক খুশির জোয়ার
যাক ভেসে যাক কান্না।

মুক্তা মানিক পান্না হীরা
না ভাবিও কাচ
আগলে রাখি বিনে সুতোয়
আজ আগামী আজ।

Share.
Exit mobile version