সত্য পথে স্বর্গ হাসে
শেখ আব্দুল খালেক

সত্য পথে স্বর্গ হাসে
মিথ্যা দুখের মূল,
কর্ম কর মর্ম বুঝে
অতি আবেগ ভুল।

অনল করে কাষ্ঠ দগ্ধ
বৃথা চাওয়া মাফ,
লহিত বরণ শিখা দেখে
দিস নে ভুলে ঝাঁপ।

অঙ্গার হবে সাধের তনু
নিষ্ফল হবে আশ,
অতি আবেগ ক্ষতির কারণ
স্বপ্ন করে নাশ।

সাতার শিখে বাজি ধর
সিন্ধু হতে পার,
সাহস করে দিলে পাড়ি
বিজয় মালা তার।

শিক্ষা থেকে জ্ঞানের বিকাশ
আঁধার করে দূর,
সাফ করে দেয় হৃদয়-কালি
সকল বৈরী মুর।

কর্ম কর জীবন গড়
ভ্রান্তি দুখের মূল,
চরম ভুলে জীবন গেলে
পাবে না যে কূল।

তারিখঃ ২০/৯/২০ ইং

Share.
Exit mobile version