মোঃ হোসেন আলী, কোটালীপাড়া থেকে:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলমান বোরো মৌসুমে চাষীরা যাতে বীজ প্রাপ্তিতে কোনভাবেই প্রতারিত না হতে হয় সেজন্য গুনগতমানে ভাল বীজ আছে কিনা এবং সার ও কীটনাশক বিক্রয়ের বৈধতা ও ন্যায্যমূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা পরিদর্শন করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কোটালীপাড়ার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়- এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার  কোটালীপাড়ার ঘাঘরবাজার ও ভাংগারহাটের বিভিন্ন বাজারে বীজ, সার ও কীটনাশকের দোকান মনিটরিং করেন।
মনিটরিংকালে প্রতি স্টলের দোকানদারকে সরকারের নিয়মনীতি সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। টিমে ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার, সহিদুল ইসলাম, বিজন দত্ত, করুনা বৈদ্য, মনোজ কুমার মৃধা ও সুমন মৈত্র।
Share.
Exit mobile version