বরিশাল : অনেক এলাকায় আওয়ামী লীগে সুবিদাভোগীরা ঢুকে পড়েছে। তাই আমাদের সচেতন থাকতে হবে। আওয়ামীলীগে কোন সুবিধাভোগীদের স্থান হবে না। বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ওরা সেদিন বঙ্গবন্ধু ও চারনেতাসহ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ এদেশ থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রাণপন চেষ্টায় বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করার পথ আমাদের জননেত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন। ক্ষমতায় আছি আবার ক্ষমতায় থাকব সেটা বড় কথা নয়। প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের যে নির্দেশ দিবেন তা দলীয় নেতা-কর্মীদের মেনে চলতে হবে। এসময় তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, কেহ কেহ গোপনে আমাদের ক্ষমতাচ্যুত করতে চায়। কিন্তু জনগন তাদের প্রত্যাখান করায় তারা নিজেরাই রাস্তায় নামতে পারেনা।
জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে বেলা ১১টায় যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহানগর সভাপতি পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, মহানগর যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। এর আগে সকালে সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল নয়টায় দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দক্ষিণ বাংলার কৃষককুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ শেখ ফজলুল হক মনির অস্থায়ী প্রতিকৃতিতে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতেৃত্বে জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা পূস্পার্ঘ অপর্ণ করেন। পরে বেলুন-ফেস্টুন, শান্তির পায়রা উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধণ করেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ। একইদিন গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।

Share.
Exit mobile version